Saturday, October 25, 2014

এলো Google এর Skybox

Google এবং Skybox এর যৌথ উদ্যোগে আসছে নতুন সেবা Google+Skybox. এর মাধ্যমে নির্দিষ্ট কিছু অঞ্চলের রিয়েল টাইম স্যাটেলাইট ম্যাপ পাওয়া যাবে। আজ এই সেবার একটি বেটা ভার্সন উন্মুক্ত করা হয়েছে। তবে এই সেবা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত নয়। কিছু প্রতিষ্ঠান এই সেবার আওতাভুক্ত হবে। মূলত বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বন নিধন অথবা বিভিন্ন অঞ্চলে পরিবেশ দূষণ প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারির সুবিধার্থে চালু করা হয়েছে এটি।


এই গুগল স্কাইবক্স এর প্রধান উদ্দোক্তা হচ্ছে Google Earth Outreach team. এর প্রধান উদ্দেশ্য হল অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে বাড়তি জ্ঞান এবং তথ্য প্রদান করা, যাতে করে তারা বিশ্বকে তাদের কাজ সম্পর্কে জানাতে পারে। 

No comments:

Post a Comment