গত ৩০ সেপ্টেম্বর ঘোষণা করা হল অতি প্রতীক্ষিত '
উইন্ডোজ 10' এর আগমনী বার্তা। উইন্ডোজ 10 এর নামকরণ নিয়ে অনেকদিন ধরেই চলছিল নানা জল্পনা কল্পনা। কেউ বলেন ধারাবাহিকতার ধারায় উইন্ডোজ ৮.১ এর পরের নাম হিসেবে 'উইন্ডোজ 9'; কারো মতে উইন্ডোজ TH. গত ১ অক্টোবর থেকে উন্মুক্ত করা হয়েছে "Windows 10- Technical Preview Version", যেটা শুধুমাত্র ডেভেলপারদের জন্য। অতি শীঘ্রই সাধারণ ব্যাবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
 |
| নতুন কাস্টমাইজড স্টার্ট মেনু সংবলিত উইন্ডোজ ১০ |
উইন্ডোজ ১০ কে পরবর্তী প্রজন্মের উইন্ডোজ ফোন এর প্রধান প্ল্যাটফর্ম ভাবা হচ্ছে। উইন্ডোজ এর এই ভার্সনে ফিরিয়ে আনা হচ্ছে 'স্টার্ট' মেনুকে, যা ৮ এবং ৮.১ এ অনুপস্থিত ছিল। উইন্ডোজ ১০ এর একটি বিশেষ ফিচার হচ্ছে এটি কিবোর্ড , মাউস স্বয়ংক্রিয় ভাবে শনাক্ত করতে পারে। নতুন এই অপারেটিং সিস্টেম এ থাকছে "ভার্চুয়াল ডেস্কটপ''। বর্তমান উইন্ডোজ এর ভার্সন গুলোতে আমরা সাধারণত ১ টি মনিটরে ১ টি ডেস্কটপ দেখি। কিন্তু "ভার্চুয়াল ডেস্কটপ'' এর কল্যাণে ইচ্ছামত সংখ্যক ডেস্কটপ দেখা যাবে। আরও মজার বিষয় হচ্ছে, আপনি যদি উইন্ডোজ চালিত বিভিন্ন ডিভাইস ব্যাবহার করেন, স্টোর থেকে শুধুমাত্র ১ বার ডাউনলোড যেকোনো অ্যাপ করে সব ডিভাইসে ব্যবহার করতে পারবেন
 |
| Virtual Desktop |
 |
| Multitasking |
No comments:
Post a Comment