Friday, October 24, 2014

আসছে উইন্ডোজ 10

গত ৩০ সেপ্টেম্বর ঘোষণা করা হল অতি প্রতীক্ষিত 'উইন্ডোজ 10' এর আগমনী বার্তা। উইন্ডোজ 10 এর নামকরণ নিয়ে অনেকদিন ধরেই চলছিল নানা জল্পনা কল্পনা। কেউ বলেন ধারাবাহিকতার ধারায় উইন্ডোজ ৮.১ এর পরের নাম হিসেবে 'উইন্ডোজ 9'; কারো মতে উইন্ডোজ TH. গত ১ অক্টোবর থেকে উন্মুক্ত করা হয়েছে "Windows 10- Technical Preview Version", যেটা শুধুমাত্র ডেভেলপারদের জন্য। অতি শীঘ্রই সাধারণ ব্যাবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

নতুন কাস্টমাইজড স্টার্ট মেনু সংবলিত উইন্ডোজ ১০
উইন্ডোজ ১০ কে পরবর্তী প্রজন্মের উইন্ডোজ ফোন এর প্রধান প্ল্যাটফর্ম ভাবা হচ্ছে। উইন্ডোজ এর এই ভার্সনে ফিরিয়ে আনা হচ্ছে 'স্টার্ট' মেনুকে, যা ৮ এবং ৮.১ এ অনুপস্থিত ছিল। উইন্ডোজ ১০ এর একটি বিশেষ ফিচার হচ্ছে এটি কিবোর্ড , মাউস স্বয়ংক্রিয় ভাবে শনাক্ত করতে পারে। নতুন এই অপারেটিং সিস্টেম এ থাকছে "ভার্চুয়াল ডেস্কটপ''। বর্তমান উইন্ডোজ এর ভার্সন গুলোতে আমরা সাধারণত ১ টি মনিটরে ১ টি ডেস্কটপ দেখি। কিন্তু "ভার্চুয়াল ডেস্কটপ'' এর কল্যাণে ইচ্ছামত সংখ্যক ডেস্কটপ দেখা যাবে। আরও মজার বিষয় হচ্ছে, আপনি যদি উইন্ডোজ চালিত বিভিন্ন ডিভাইস ব্যাবহার করেন, স্টোর থেকে শুধুমাত্র ১ বার ডাউনলোড যেকোনো অ্যাপ করে সব ডিভাইসে ব্যবহার করতে পারবেন
Virtual Desktop
Multitasking

No comments:

Post a Comment